স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবার্ট ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সি ওই যুবককে স্থানীয় সময় সোমবার ধাওয়া করে ধরেছে পুলিশ। খবর বিবিসির।
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ওই বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন।
শিকাগো শহরের হাইল্যান্ড পার্কে চালানো এ হামলায় অত্যাধুনিক বন্দুক ব্যবহার করা হয়। একটি ভবনের ছাদ থেকে লোকজনকে লক্ষ্য করে গুলি চালায় রবার্ট ক্রিমো।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ বন্দুক হামলার ঘটনা এটি। দেশটিতে ২০২২ সালের এ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে একটি করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ ধরনের সহিংসতায় তিনি স্তম্ভিত।
স্থানীয় সময় গতকাল সোমবারের এ গুলির ঘটনায় হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়। একপর্যায়ে ক্রিমোকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তবে গ্রেফতারের পর পুলিশ বলেছে, হামলার জন্য তিনিই দায়ী বলে তারা মনে করছেন।
স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কুচকাওয়াজ শুরুর কয়েক মিনিট পরই বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করেন। স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে কুচকাওয়াজসহ নানান আয়োজন করেছিল শহর কর্তৃপক্ষ। হামলার পর সেগুলো বাতিল করা হয়।
হামলার ঘটনায় মুহূর্তের মধ্যে কুচকাওয়াজ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। আতঙ্কিত লোকজন দিগ্বিদিক ছুটতে থাকে। গুলিতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিকটস্থ হাসপাতালে মারা যান আরও একজন।