শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত

মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত

স্বদেশ ডেস্ক

ভারত মালদ্বীপ থেকে তাদের সব সৈন্য প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্টের মুখপাত্র।

মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জুর দেয়া ডেডলাইন ১০ মে’র আগেই এ সৈন্য প্রত্যাহার শেষ হলো।

মালদ্বীপ সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে মালদ্বীপের সংবাদমাধ্যম সান।

মালদ্বীপের চীনপন্থী নতুন প্রেসিডেন্ট মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতকে তার দেশে থাকা সৈন্য প্রত্যাহারের তাগিদ দিয়ে আসছিল। তার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল ভারতীয় সৈন্য প্রত্যাহার।

মালদ্বীপে থাকা ৯০ জন ভারতীয় সৈন্যের শেষ ব্যাচ দেশে ফিরে গেছে বলে সান ডন এমভি নিউজ পোর্টালকে নিশ্চিত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্টের মুখপাত্র হিনা ওয়ালিদ।

তিনি জানান, এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

ভারতের দেয়া দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার এয়ারক্রাফট পরিচালনা ও দেখভালের জন্য ওই সৈন্যরা মালদ্বীপে ছিল।

এর আগে গত সোমবার মালদ্বীপ সরকার জানিয়েছিল, সেখানে থাকা ৫১ জন ভারতীয় সৈন্য নিজ দেশে ফেরত গেছেন।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জাইসওয়াল বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ব্যাচ ভারতীয় সৈন্য দেশে ফেরত এসেছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমিরের ভারত সফরের মাঝেই সৈন্য প্রত্যাহারের এমন খবর বের হলো। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেন।

তারা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ভারতীয় মহাসাগর এলাকায় মালদ্বীপ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পানিসীমান্তবর্তী প্রতিবেশী।

সূত্র : হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877