সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

এক লাফে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ গুণ বাড়লো!

এক লাফে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ গুণ বাড়লো!

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ হয়েছে। আর মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ৩৬ হাজার ৪১৫ জন। আর মারা গেছেন ৯৯৮ জন।

মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫২ লাখ ৫৫ হাজার ৫৩২ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৬২ হাজার ৪৭২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি ২৫৮ জন।

এর আগে সোমবার আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২৭ হাজার ৭০৯ জন। আর মারা গিয়েছিলেন ৬০৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৩২১ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩৭২ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২৪২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩০২ জন। ছয় লাখ ৭২ হাজার ১০১ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877