বুধবার, ২২ মে ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান ঢাবিতে গোলাম মাওলা রনির ওপর হামলা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র, একাদশে যারা আজিজ আহমেদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হয়নি: ওবায়দুল কাদের অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে : সিইসি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ
সীতাকুণ্ড ট্রাজেডি: চমেক হাসপাতালের আইসিইউতে আরও একজনের মৃত্যু

সীতাকুণ্ড ট্রাজেডি: চমেক হাসপাতালের আইসিইউতে আরও একজনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত হওয়া মাসুদ রানা (৩৭) নামের  একজনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সীতাকুণ্ড ট্রাজেডিতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

মাসুদ রানা বিএম কনটেইনার ডিপোর আরএসটি অপারেটর ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ির ভাটারর গোপীনাথ পুরে। তার বাবার নাম খলিলুর রহমান এবং মাতার নাম জমিলা বেগম।

চমেক হাসপাতালের আইসিইউর বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুনুর রশিদ বলেন, আশঙ্কাজনক অবস্থায় মাসুদ রানাকে আইসিইউতে আনা হয়। গভীর রাতে তিনি মারা যান।

 

প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বিএম কনটেইনারে গত শনিবার রাত ৯টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন শতাধিক মানুষ আহত হন। নিহতদের মধ্যে ১৭ জনের  মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। গত সোমবার ডিএনএ টেস্টের জন্য অজ্ঞাতদের স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে এ  ঘটনায় আহত হয়ে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৫৫ জন। বর্তমানে ভর্তি আছেন ৫৯ জন। এর মধ্যে বার্ন ইউনিটে ২৮ জন, নিউরো-সার্জারি বিভাগে ১ জন, অর্থোপেডিক বিভাগে ৭ জন, সার্জারি বিভাগে ১০ জন, চক্ষু বিভাগে ৯ জন এবং নাক-কান-গলা, মেডিসিন বিভাগ ও ইউরোলজি বিভাগে একজন করে ভর্তি আছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন ৭৫ জন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে ৫ জনকে। ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় চিকিৎসক ও নার্সরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877