সোমবার, ০৩ Jun ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান

পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান

স্বদেশ ডেস্ক

জাপানের একটি শহর থেকে মাউন্ট ফুজির মুগ্ধ করা দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকেরা। ভিড়ের চাপে শহর কর্তৃপক্ষ তা থামাতে দেওয়াল তুলেছে। তারের এই দেওয়াল আট ফুট উঁচু ও প্রস্থে ৬৫ ফুট।

মাউন্ট ফুজির সৌন্দর্য্য জাপানের ফুজিকাওয়াগুচিকো শহরের অন্যতম আকর্ষণ। বিশ্বের নানা দিক থেকে পর্যটকরা আসেন এখানে এই অপরূপ দৃশ্যের সাথে ছবি তুলতে। কিন্তু এই ছবি তোলার হিড়িক মাঝেমাঝেই পরিণত হয় বিশৃঙ্খলতায়।

পর্যটকদের নিয়ম ভাঙা রুখতে শহরটির কর্তৃপক্ষ মঙ্গলবার ধাতব তারের একটি বিশাল দেওয়াল তুলেছে, যাতে কিছুটা বিরত হন পর্যটকরা।

গত কয়েক বছর ধরেই স্থানীয়দের মাথাব্যথার কারণ হয়ে ওঠে পর্যটকরা, যারা পথেঘাটে ময়লা-আবর্জনা ফেলে, ট্রাফিক আইন ভঙ্গ করে সেলফি তুলতে ছোট। সুন্দর পাহাড়ের সঙ্গে ছবি তুলতে গাড়ি পার্ক করা ও ধূমপানের বিধি লঙ্ঘন করে থাকে পর্যটকেরা।

সরকারি কর্মকর্তারা বলছেন, এমন পদক্ষেপ নেওয়ার জন্য তারা দুঃখিত, কিন্তু পর্যটকদের বারবার সতর্ক করে কোনো সুরাহা না হওয়াতেই তারা বাধ্য হন দেয়াল তুলতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877