স্বদেশ ডেস্ক:
নেপালে ২২ যাত্রীসহ বিমান নিখোঁজ, যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয় ও তিন জাপানি। সকালে উড়ানের পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সাথে। নেপালের পোখারা থেকে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমান। ওড়ার কিছু সময়ের মধ্যে বিমানটি রাডারের বাইরে চলে যায়। তাকে খুঁজে বের করার জন্য একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমানটিতে ভারতীয় এবং জাপানি ছাড়াও ২২ জনের মধ্যে তিন বিমানকর্মী এবং স্থানীয় যাত্রীরা ছিলেন বলে জানা গেছে।