শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেপ্তার ৬৬

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেপ্তার ৬৬

স্বদেশ ডেস্ক: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮৭ গ্রাম ওজনের ৮৩০ পুরিয়া হেরোইন, ৪১৫ গ্রাম গাঁজা, ৪ লিটার দেশীয় মদ, ৫৩ বোতল ফেনসিডিল ও ৪৫ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877