সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

মরিপোলে কোনো সৈন্যকে হত্যা করলে শান্তি আলোচনা বাতিল : জেলেনস্কি

মরিপোলে কোনো সৈন্যকে হত্যা করলে শান্তি আলোচনা বাতিল : জেলেনস্কি

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মরিপোলের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের ছোট একটি দল এখনো শহরটির আজভস্তাল নামের বিশাল ইস্পাত কারখানার ভেতরে অবস্থান করছেন। এই পরিস্থিতিতে রুশ সেনাদের সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, মরিপোল শহরের আজভস্তাল নামের বিশাল ইস্পাত কারখানাটি ইউক্রেনীয় সৈন্যদের প্রতিরোধের শেষ কেন্দ্র। সেখানে যোদ্ধাদের হত্যা করলে শান্তি আলোচনা আর চালিয়ে যাবে না কিয়েভ। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জেলেনস্কি বলেছেন, খেরসন শহরে স্বাধীনতার জন্য কোনো গণভোটের আয়োজন করা হলেও তিনি একই পদক্ষেপ গ্রহণ করবেন অর্থাৎ শান্তি আলোচনা থেকে সরে যাবেন।

কিয়েভ মেট্রোতে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, শান্তি আলোচনার স্বার্থে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী।

এ ছাড়া ওডেসায় আবাসিক ভবনে রাশিয়ার হামলার বিষয়েও কথা বলেন তিনি। ওই হামলায় তিন মাসের একটি শিশুসহ আটজন নিহত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ইউক্রেন রাশিয়া যুদ্ধের আট সপ্তাহ অর্থাৎ দু মাস শেষ হয়ে তৃতীয় মাস শুরু হয়েছে। এর মধ্যে মারা গেছে হাজার হাজার মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ আর বেশ কিছু শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবে এখনো রাশিয়া কিয়েভ দখল করে ইউক্রেনের সরকারকে উৎখাত করতে পারেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877