স্বদেশ ডেস্ক:
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঝটিকা সফরে ইউক্রেন গেছেন। দেশটির রাজধানী কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেন তিনি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে জনসনের বৈঠকের ছবি ব্রিটেনে ইউক্রেন দূতাবাসের টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি জানা যায়। পরে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মুখপাত্র বলেন, ইউক্রেনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বরিস জনসন দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদে আর্থিক ও সামরিক সহায়তা বিষয়ে একমত হন দুই নেতা।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় মাসে এখনো থেমে থেমে চলছে লড়াই। ২৪ ফেব্রুয়ারি ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। এরপর শুরু হয় দুপক্ষের লড়াই। এখন পর্যন্ত বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। প্রায় ৩০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন।