স্বদেশ ডেস্ক:
জুয়ার আসরে সর্বস্বান্ত হয়ে বন্ধুদের প্ররোচনায় শেষ পর্যন্ত স্ত্রীকেই বাজি ধরেছিলেন এক মদ্যপ ব্যক্তি। কিন্তু সেই বাজিতে হেরে যান তিনি। এতে নিয়ম অনুযায়ী বন্ধুদের হাতে তুলে দিতে হয় নিজের স্ত্রীকে। আর জুয়াড়ি বন্ধুরা বাজি জেতার উল্লাসে ওই ব্যক্তির সামনেই স্ত্রীকে গণধর্ষণ করে।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় এ ঘটনাটি ঘটেছে। জুয়ার আসরে নিজের স্ত্রীকে বাজি ধরেছিলেন ওই ব্যক্তি। কিন্তু বাজিতে হেরে যাওয়ায় জুয়াড়ি বন্ধুরা তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করে।
তবে ঘটনার পর ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু থানায় গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হন তিনি।
যোগী স্টেশনের পুলিশের বিরুদ্ধে ওই নারীর অভিযোগ, এফআইআর দায়ের না করে, তাকে নিরাশ করে থানার দরজা থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে ওই নারী আদালতের শরণাপন্ন হলে পুলিশকে গণধর্ষণের মামলা রুজু করতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা যায়নি।