বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

এআইবিএলের সঙ্গে ইউনিক হোটেলের বিনিয়োগ চুক্তি

এআইবিএলের সঙ্গে ইউনিক হোটেলের বিনিয়োগ চুক্তি

স্বদেশ ডেস্ক:

পাঁচতারকা মানের হোটেল সেবা প্রদানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। গতকাল মঙ্গলবার শেরাটন ঢাকায় দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

চুক্তিতে এআইবিএলের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ‘দ্য ওয়েস্টিন’ এবং ‘শেরাটন ঢাকা’।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, আলহাজ্ব মো. আব্দুস সালাম, বদিউর রহমান, মাহবুবুল আলম, আলহাজ্ব হাফেজ মো. এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব মো. লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, আলহাজ্ব মো. হারুন-অর-রশিদ খান, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, আলহাজ্ব মো. আমির উদ্দিন পিপিএম এবং ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ইউনিক গ্রুপের উপদেষ্টা ড. খন্দকার শওকত হোসেন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পরিচালকমন্ডলীর পক্ষে ডিরেক্টর গাজী মো. সাখাওয়াত হোসেন, মোহাম্মদ গোলাম সারওয়ার এফসিএ, সিইও ট্রাস্ট সৈয়দ সানোয়ারুল হক, ডিরেক্টর রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মো. শরীফ হাসান এফসিএস, ডিরেক্টর করপোরেট ফাইন্যান্স রিয়াদ হোসেন এবং ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এসএম কাউসার উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877