শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের অর্থনীতি চরম সংকটাপন্ন: রিজভী

দেশের অর্থনীতি চরম সংকটাপন্ন: রিজভী

স্বদেশ ডেস্ক

দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার উপজেলা নির্বাচন বর্জন সম্বলিত লিফলেট বিতরণ শেষে বিজয়নগর এলাকায় উপস্থিত সাংবাদিকদের রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এক প্রচণ্ড পরিস্থিতির মধ্যে চলছে দেশ। আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন। বর্তমানে রিজার্ভ এসে দাড়িয়েছে মাত্র ১৩ বিলিয়ন ডলারে। যে খাদ্য আমদানি করতে হয় সে প্রয়োজনীয় খাদ্য কেনার টাকা আমাদের নেই। এমন এক পরিস্থিতির মধ্যে দিনযাপন করতে হচ্ছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাব দেন রিজভী। তিনি বলেন, ‘ডোনাল্ড লু। তার সফর নিয়ে কতই না কথা বললেন ওবায়দুল কাদের সাহেবরা। একবারে বিএনপিকে নাকি ক্ষমতায় নিয়ে আসবে অথচ বিএনপির কোনো নেতা এ ব্যাপারে কোনো কথাই বলেননি। পরে দেখলাম সরকারের একজন উপদেষ্টার বাসায় ডেনাল্ড লু বৈঠক করলেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের লোকজন গোপনে গোপনে ডোনাল্ড লুর হাত পা ধরলেন কি না? কারণ, গণমাধ্যম থেকে জানতে পারলাম মার্কিন কোম্পানিগুলোর দেনা পরিশোধের জন্য ডোনাল্ড লু চাপ দিয়েছেন। ডেনাল্ড লু র কাছে অনুনয়-বিনিনয় করছে সরকারের লোকজন।’

তিনি আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘‘ইসরাইলের সঙ্গে গোপন সম্পর্ক বিএনপির।” অথচ, আমরা যুগ যুগ ধরে ফিলিস্তিনি নির্যাতিতদের পক্ষে আমরা কথা বলে আসছি। কিন্ত আপনাদের কী পরিস্থিতি? সম্প্রতি ইসরাইল থেকে প্লেন বাংলাদেশে নেমে কী দিয়ে গেছে।’

পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে বাংলাদেশ ব্যাংকে কী হচ্ছে সেটি কী আপনি বলতে পারবেন? বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার অন্য দেশে চলে গেছে, অন্য দেশের একটি পত্রিকায় এসেছে। কয়েকদিন আগে বিখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্রাচার্য বললেন, ‘‘বড় ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ব্যাংকে হয়ত ঘটছে, সেটি আজ প্রতিদিন ফুটে উঠেছে”।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘ভয়ংকর পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে কী পরিমাণ চুরি এবং ডাকাতি হয়েছে সেটি যাতে প্রকাশিত না হয়, সেকারণে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. রফিকূল ইসলাম, মাহমুদুর রহমান সুমন, শাম্মী আক্তার, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবিরসহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877