রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

শেকৃবিতে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী

শেকৃবিতে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী

স্বদেশ ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ক্যাম্পেইন ও দুর্নীতি বিরোধী গেম শো আয়োজন করা হয়।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই জোন চত্বরে সকাল ৯টায় কার্টুন প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. হারুন-উর-রশিদসহ শেকৃবি ইয়েস গ্রুপের কো-অর্ডিনেটর ইয়াসমিন আরা বেবি, লিডার এমদাদুল হক, কো-লিডার সৌগত সাহা ও জান্নাতুল ফেরদৌস।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বহিরাগতদের অনেকেই দুর্নীতি বিরোধী এ কার্টুন প্রদর্শনী ও গেম শো’তে অংশ নেয়। এ সময় আগতদের মাঝে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে সচেতন করার পাশাপাশি বিষয়টি সম্পর্কে বিভিন্ন তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

প্রদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া বলেন, ‘দুর্নীতিবিরোধী ব্যঙ্গচিত্রগুলো অসাধারণ হয়েছে। এর মাধ্যমে সঠিকভাবে সচেতনতা গড়ে তুলতে পারলে আমাদের অনেক লাভ হবে। বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম এ কার্টুন প্রদর্শনীতে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877