স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দেবে রাশিয়া। এই লক্ষ্যে বিভিন্ন শহরে নতুন ‘মানবিক করিডর’ প্রতিষ্ঠা করা হবে।
সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত এই খবর জানায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতির মধ্যে বিধ্বস্ত খারকিভ, মারিউপোল ও সামি থেকে বেসামরিক নাগরিকদের রাজধানী কিয়েভে চলে যাওয়ার অনুমতি দেয়া হবে বলে খবরে জানানো হয়।
তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি।
ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এই শহরগুলো রুশ আগ্রাসনে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে মারিওপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য দুই দফা যুদ্ধবিরতি দেয়া হয়েছিলো।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র : বিবিসি