রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রচলিত ভূমি আইনে জনগণ এখনো ‘প্রজা’

প্রচলিত ভূমি আইনে জনগণ এখনো ‘প্রজা’

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশের ভূমি মালিকানা ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রধান আইনটি হচ্ছে ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন (‘দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট’), ১৯৫০। তখনকার পাকিস্তান নিয়ন্ত্রিত পূর্ব বাংলার নবগঠিত গণতান্ত্রিক সরকার কর্তৃক গৃহীত এই আইনে রাষ্ট্রের জনগণকে এখনো প্রজা হিসেবে উল্লেখ করা আছে। এছাড়া দীর্ঘ ৭০ বছরের পুরাতন এই আইনের অনেক বিধানই যুগোপযোগী করা প্রয়োজন। বিশেষ করে ভূমি জরিপ ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন ব্যবস্থার প্রবর্তন দরকার। আর এসব বিষয় মাথায় রেখেই পুরাতন ভূমি আইন সংশোধনের সুপারিশ করেছে আইন কমিশন।

দীর্ঘ প্রায় চার বছর ধরে গবেষণা ও পর্যালোচনা শেষে পুরাতন আইনটির সংশোধনের সুপারিশসহ কমিশন নতুন ভূমি আইনের একটি খসড়াও তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রচলিত ১০টি পুরাতন আইন স্থগিত করার সুপারিশ করে প্রস্তুতকৃত এই নতুন খসড়া আইনে ৩০২টি ধারা ও ১৭টি অধ্যায় রয়েছে। গত রবিবার এ খসড়া আইনও এ বিষয়ে করা সুপারিশপত্র কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আইন সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে কমিশনের সুপারিশপত্রে বলা হয়েছে, ১৮৮৫ সালের ‘দ্য বেঙ্গল টেনান্সি অ্যাক্ট’, ১৮৭৫ সালের ‘দ্য সার্ভে অ্যাক্টের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়নের চেষ্টা করা হলেও তা খুব একটা সুফল বয়ে আনেনি। ফলে ১৯৩৮ সালে এই অঞ্চলের ভূমি রাজস্ব ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনয়নের উদ্দেশ্যে ‘দ্য ল্যান্ড রেভিনিউ কমিশন’ গঠন করা হয় এবং এরই ধারাবাহিকতায় ভারত বিভাগোত্তর পূর্ব বাংলায় ‘দ্য ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট’, ১৯৫০ প্রণয়ন করে জমিদার শ্রেণি অবলুপ্তকরণের মাধ্যমে ভূমি মালিকগণকে সরাসরি সরকারের প্রজায় রূপান্তরিত করা হয়। এটিই বর্তমানে এই অঞ্চলের ভূমি মালিকানা ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রধান আইন। তবে এর পাশাপাশি ভূমি রাজস্ব, ভূমি মালিকানা ও ভূমির ব্যবস্থাপনা সংক্রান্ত আরও বিচ্ছিন্ন বিভিন্ন আইন প্রচলিত থাকে। একাত্তরে মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী

বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। বাংলাদেশের সংবিধানে দেশের জনগণকে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস হিসেবে অভিহিত করা হয়। এ কারণে অন্তত তাত্ত্বিকভাবে হলেও ভূমি-মালিকগণকে আর রাষ্ট্রের প্রজা হিসেবে বিবেচনা করা সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবেই ‘দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট’সহ ভূমি সংক্রান্ত প্রচলিত অন্যান্য আইনসমূহে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়।

আইন কমিশন থেকে করা খসড়া আইন পর্যালোচনায় দেখা যায়, ভূমি ব্যবস্থাপনায় আধুনিক তথ্য-প্রযুক্তির প্রচলন ও ডিজিটাল জরিপের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের ভোগান্তি দূর করার উদ্দেশ্যে সঠিকভাবে ভূমি জরিপ করতে ও ভূমির তথ্য ডিজিটালি সংরক্ষণের বিষয়গুলোকে মাথায় রেখেই এই খসড়া আইন তৈরি করেছে কমিশন।

খসড়া আইনের তৃতীয় অধ্যায়ের ৪৮ ধারা থেকে ১৫৩ ধারা পর্যন্ত ভূমি জরিপ ও ভূমি রেকর্ড বিষয়ে উল্লেখ করা হয়েছে। সুপারিশপত্রে বলা হয়েছে, সঠিক ভূমি জরিপ ও ইহার নির্ভুল রেকর্ড ভূমি ব্যবস্থাপনার মূল ভিত্তি। ভূমি জরিপের মাধ্যমে ভূমি মালিকদের স্বত্বলিপি প্রদান করা হয়। ১৮৭৫ সালের ‘দ্য সার্ভে অ্যাক্ট’ প্রণীত হওয়ার পর থেকে ভূমির মালিকানার কাগজ প্রস্তুত বা পরিমার্জন বা পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয় ভূমি জরিপ বিভাগকে। ‘দ্য বেঙ্গল অ্যাক্ট, ১৮৮৫ এর মাধ্যমে ভূমি মালিকানা নির্ধারণ ও রায়তি স্বত্ব প্রদানে বিস্তারিত নিয়মাবলি ঘোষণা করা হয়। এই সকল আইনের নির্দেশনা মোতাবেক ভূমি জরিপ হাতেকলমে সম্পাদন করা হতো। এমনকি বাংলাদেশে সর্বশেষে জরিপও হাতেকলমে সম্পন্ন করা হয়েছে। হাতেকলমে করা জরিপে বহু ভ্রান্তি থাকা স্বাভাবিক এবং একটি জরিপ সম্পাদনের বহু ভুল ধরা পড়ছে। এই কারণে এই খসড়ায় সর্বশেষ প্রাপ্ত প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে জরিপ সম্পাদনের প্রস্তাব করা হয়েছে।

সুপারিশপত্রে আরও বলা হয়েছে, জরিপকালীন ভুল সংশোধনের জন্য ট্রাইব্যুনাল গঠনের ধারা পাওয়া যায় ১৮৮৫ সালের বেঙ্গল টেনান্সি অ্যাক্টের ১১৫(সি) ধারা থেকে। তবে প্রথমে ‘দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট, ১৯৫০-এ ট্রাইব্যুনালের কোন বিধান ছিল না। এই আইনের ১৪৪ এ ধারায় বলা হয়, সাক্ষ্য প্রমাণ দ্বারা ভুল প্রমাণিত না হওয়া পর্যন্ত জরিপ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত খতিয়ান সঠিক মর্মে গণ্য হবে এবং দেওয়ানি কার্যবিধি মোতাবেক সাক্ষ্য প্রমাণ দ্বারা ভুল নির্ধারণের জন্য দেওয়ানি আদালতের আশ্রয় নেওয়া যেত। ২০০৪ সালে জরিপকালীন ভুল সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিরোধীয় বিষয়াবলি সম্পর্কে দেওয়ানি আদালতে আশ্রয়ের বিধান রহিত করা হয়। এছাড়া ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের জন্য

আপিল ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়। বর্তমান খসড়া আইনেও জরিপ বা চূড়ান্ত প্রকাশিত খতিয়ান সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ১৫৪ ধারার আওতায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল স্থাপন করার এবং এর কার্যপদ্ধতি সম্বন্ধীয় বিধান করা হয়েছে ১৫৬ ধারায়। এ ধরনের বিরোধ সম্পর্কে ১৫৭ ধারা অনুসারে কোনো দেওয়ানি আদালতে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। ১৫৫ ধারার আওতায় ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল স্থাপনের বিধান করা হয়েছে।

আইনের চতুর্থ অধ্যায়ে ভূমি রেকর্ড সংরক্ষণ ও হালকরণের জন্য ১৬০-১৭৩ ধারায় বিধানাবলি প্রণীত হয়েছে। জরিপ পরবর্তী সময়ে ভূমি নকশা ও খতিয়ান কোথায় মজুদ হবে, কোন কোন দপ্তরের দায়িত্বে থাকবে এবং নকশা ও খতিয়ান কী কারণে কিভাবে সংশোধন হবে তার বিস্তারিত এই অধ্যায়ে তুলে ধরা হয়েছে। ১৬৩ ধারায় বিভিন্ন উপায়ে হস্তান্তরের কারণে ভূমির রেকর্ড সংশোধন, নিবন্ধন ও ডিজিটালাইজেশন করার বিষয়ে বিধান করা হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক তথ্য-প্রযুক্তির প্রচলনের উদ্দেশ্যে ১৬৫ ধারায় রেকর্ড হালকরণ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশের বিধান, ১৬৭ ধারায় জিওরেফারেন্সিংপূর্বক ডিজিটাইজ করে ভেক্টর ডাটা সংরক্ষণ এবং সকল খতিয়ানের তথ্য ডাটাবেইজে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের মাধ্যমে নকশা ও খতিয়ান হালকরণ সংক্রান্ত বিধান, জালিয়াতি রোধকল্পে ১৬৮ ধারায় ডিজিটাল নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ধাপে কপি সংরক্ষণের বিধান এবং ১৬৯ ধারায় ডিজিটাল পদ্ধতিতে প্রতিটি দাগের মালিকানা নির্ধারণ ও খতিয়ান প্রস্তুতের বিধান নতুনভাবে সংযোজন করা হয়েছে। ভূমি রেকর্ড সংরক্ষণ ও হালকরণ বিষয়ে রাজস্ব কর্মকর্তার আদেশের বিরুদ্ধে ১৭১ ও ১৭২ ধারার আওতায় কালেক্টরের নিকট আপিল দায়ের করা যাবে, কালেক্টর নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপিল নিষ্পত্তি করতে ব্যর্থ হলে অথবা কালেক্টরের আদেশ দ্বারা কেউ সংক্ষুব্ধ হলে উক্ত সংক্ষুব্ধ ব্যক্তি দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবে।

খসড়া আইনের পঞ্চম অধ্যায়ে ভূমি হস্তান্তর, বন্ধক ও হস্তান্তর পরবর্তী রেকর্ড, ষষ্ঠ অধ্যায়ে ভূমি উন্নয়ন কর ধার্য ও পরিশোধ সংক্রান্ত বিধানাবলি, সপ্তম অধ্যায়ে সরকারি জমি, পতিত জমি ও গণ-ব্যবহার্য জমি ব্যবস্থাপনা, অষ্টম অধ্যায়ে সিকস্তি ও পয়স্তি জমি, নদী জলাশয়, সাগর ও উপকূল, নবম অধ্যায়ে সায়রাতমহাল, দশম অধ্যায়ে কৃষি ও অকৃষি জমি সুরক্ষা, একাদশ অধ্যায়ে তটভূমি ব্যবস্থাপনা, দ্বাদশ অধ্যায়ে চা বাগান, ত্রয়োদশ অধ্যায়ে রাবার বাগান, ফল বাগান ইত্যাদি, চতুর্দশ অধ্যায়ে অর্পিত সম্পত্তি, পঞ্চদশ অধ্যায়ে ওয়াকফ, দেবোত্তর, ট্রাস্ট সম্পর্কিত ভূসম্পত্তি, কোর্ট অব ওয়ার্ডস সম্পত্তি ইত্যাদি এবং ষষ্ঠদশ অধ্যায়ে দখল, নামজারি, অংশবণ্টন, নকশার ভুল, সীমানা নির্ধারণ, অবৈধ দখল ও অবৈধ দখল উচ্ছেদ এবং সপ্তদশ অধ্যায়ে বিধি প্রণয়ন, রহিতকরণ ও হেফাজত বিষয়ে তুলে ধরা হয়েছে।

জানা যায়, নতুন ভূমি আইনের খসড়া প্রণয়নকালে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য নির্বাহী বিভাগের তিন সদস্যের সমন্বয়ে একটি ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয় কমিশন থেকে। এডিসি, এসি (ল্যান্ড) ও সহকারী সেটেলমেন্ট অফিসারের সমন্বয়ে গঠিত এই কমিটি ভূমি বিরোধ নিষ্পত্তি করবেন বলে উল্লেখ করা হয় প্রস্তাবিত খসড়ায়। পরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে এ বিষয়ে আইনজ্ঞ, বিশেষজ্ঞ ও অংশীজনদের কাছে মতামত চাওয়া হয়। তখন আইন বিশেষজ্ঞরা ওই প্রস্তাবে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে প্রস্তাবটি বাতিলের সুপারিশ করে। সবশেষে কমিশন থেকে যে খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাতে, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দিয়ে ওই ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব বাদ দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877