রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

কিয়েভে হামলার প্রস্তুতি, বাসিন্দাদের সতর্ক করল রাশিয়া

কিয়েভে হামলার প্রস্তুতি, বাসিন্দাদের সতর্ক করল রাশিয়া

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার আগে সেখানকার বাসিন্দাদের উদ্দেশে সতর্কতা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ সতর্কতা জারি করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থার প্রযুক্তিগত কেন্দ্র এবং কিয়েভের ৭২তম প্রধান সাইঅপস কেন্দ্রের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আমরা ইউক্রেনের নাগরিক, যাদের জাতীয়তাবাদীরা রাশিয়ার বিরুদ্ধে উসকানির জন্য ব্যবহার করছে তাদের এবং একইসঙ্গে রিলে স্টেশনের কাছাকাছি বসবাসকারী কিয়েভের বাসিন্দাদের বাড়ি ছেড়ে যাওয়ার অনুরোধ করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877