বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

করোনায় বিশ্বে ১১ হাজার মানুষের মৃত্যু, আক্রান্ত ২২ লাখ

করোনায় বিশ্বে ১১ হাজার মানুষের মৃত্যু, আক্রান্ত ২২ লাখ

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে আরো ১১ হাজার মানুষের।

এর আগে মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিল ১৪ লাখ ৫১ হাজার ৯৩৩ জন। মৃত্যু হয়েছিল সাত হাজার ৫২১ জনের।

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৬০ লাখ ১৫ হাজার ২০৭ জনে। আর মোট মারা গেছে ৫৮ লাখ ৫৬ হাজার ৬৯৮ জন। এছাড়া সুস্থ হয়েছে ৩৩ কোটি ৮৭ লাখ ৭৮ হাজার ৮১২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৬৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৪৯ হাজার ২৪৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৭ লাখ ২১ হাজার ৮৪৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯ হাজার ৯০৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৯৫৮ জন। মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৩৯ হাজার ৮২২ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877