শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
করোনায় চট্টগ্রামে ৩৫২ জন আক্রান্ত

করোনায় চট্টগ্রামে ৩৫২ জন আক্রান্ত

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৫২ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ১১ দশমিক ৩৩ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল মঙ্গলবার ৩ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ২৪৫ ও ১৩ উপজেলার ১০৭ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৩২, সীতাকুণ্ড ও বাঁশখালীতে ১১ করে, পটিয়ায় ৯, মিরসরাই, চন্দনাইশ ও বোয়ালখালীতে ৭ জন করে, ফটিকছড়িতে ৬ জন, আনোয়ারা ও সাতকানিয়ায় ৫ জন করে, লোহাগাড়া ও সন্দ্বীপে ৩ জন করে এবং রাউজানে ১ জন রয়েছেন।

রাঙ্গুনিয়া ও কর্ণফুলী উপজেলায় গতকাল কোনো রোগি শনাক্ত হয়নি। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৪ হাজার ৩২৫ জন। এদের মধ্যে শহরের ৯০ হাজার ৫ জন ও গ্রামের ৩৩ হাজার ৮২৫ জন।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877