বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

বসতঘরে আগুনে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

বসতঘরে আগুনে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় ভাই ও বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালীর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘরপাড়া আবদুস ছমদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ মিনহাজ (১২) ও মেয়ে রুহি মনি (৩)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক মেয়ে আগুনে পুড়ে মারা যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন,‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় এক ছেলে ও এক মেয়ে শিশু পুড়ে মারা যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। মরে যাওয়া দুই শিশু সম্পর্কে ভাই-বোন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877