রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

ওমিক্রনের থাবায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ লাখ ৪৫ হাজার

ওমিক্রনের থাবায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ লাখ ৪৫ হাজার

স্বদেশ ডেস্খ:

মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের থাবায় ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্তের রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩১ লাখ ৪৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে।  মারা গেছে আরো নয় হাজার ৩৫৮ জন। ওয়ার্ল্ডওমিটারস এ তথ্যা জানিয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল আট হাজার মানুষ। অন্যদিকে করোনা শনাক্ত হয়েছিল ২৮ লাখেরও বেশি মানুষ।

চলতি বছরের ৭ জানুয়ারি একদিনে রেকর্ড সংখ্যক ২৮ লাখ আট হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সে হিসেবে গতকাল ছিল শনাক্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। আজ ১৩ জানুয়ারি করোনার সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৬৩৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৩০ হাজার ৩৫২ জন। আর সুস্থ হয়েছেন ২৬ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ১৪ হাজার ৪৯৪ জন এবং মারা গেছেন দুই হাজার ২৬৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ছয় কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৯৪ জন। মোট মৃত্যু হয়েছে আট লাখ ৬৬ হাজার ৮৮২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৬৩ লাখ ১২ হাজার ৪৮৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৮৪ হাজার ৭৪০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২৭ লাখ ১৮ হাজার ৬০৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ২০ হাজার ৪১৯ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877