বিনোদন ডেস্ক:
কণ্ঠশিল্পী কিশোর পলাশের আলোচিত গান ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ এর বাউল মডেল সেলিম ফকিরকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের দাবি, তিনি একজন সিরিয়াল কিলার।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, বুধবার রাতে সেলিম ফকিরকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে অনেক ভয়ঙ্কর তথ্য।
খন্দকার আল মঈন জানান, আলোচিত গানের মডেল সেলিম ফকির ছিলেন সিরিয়াল কিলার। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তার সাজাও রয়েছে। কিন্তু নিজেকে আড়াল করতে তিনি সবসময় বিভিন্ন বেশভূষা ধারণ করেন।
পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে বড় চুল ও দাঁড়ি রেখে প্রায় ২০ বছর যাবৎ পলাতক ছিলেন এই সেলিম ফকির। নিজেকে আত্মগোপনে রাখতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।