সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

মিথ্যাচারে কান না দিতে অনুরোধ আইভীর

মিথ্যাচারে কান না দিতে অনুরোধ আইভীর

স্বদেশ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে (নাসিক) ভোটের প্রচার প্রায় শেষের দিকে। দুদিন পর আগামী রবিবার ভোটগ্রহণ। তাই নানা অভিযোগ-পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতিতে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে সাত মেয়রপ্রার্থী হলেও ভোটারদের দাবি- মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মধ্যে।

নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী গতকাল বুধবার নগরীর ১৫নং ওয়ার্ড থেকে জনসংযোগ শুরু করেন। এ সময় তিনি র‌্যালিবাগান এলাকায় সংক্ষিপ্ত এক সমাবেশে অংশ নেন। সেখানকার বাসিন্দাদের উদ্দেশ্যে ডা. আইভী বলেন, ‘আপানারা আমাকে চিনেন। বিগত ১৮ বছর ধরেই দেখছেন। আমাকে কি আপনারা বিশ^াস করেন?’ সবাই হাত উঁচিয়ে সমর্থন জানালে আইভী বলেন, ‘তা হলে এখানে এসে যারা মিথ্যা প্রচার করছেন যে, আমি এখান থেকে আপনাদের উঠিয়ে দেব- সেগুলো কি বিশ^াস করছেন? এ জায়গায় আপনারা আমার বাবার সময় থেকে আছেন। আমার বাবা আলী আহম্মদ চুনকা আপনাদের পাশে ছিলেন। এ ধরনের মিথ্যা কথা যারা বলবে, তাদের প্রতিবাদ করা উচিত।’

ওই এলাকার বাসিন্দাদের তিনি বলেন, ‘সরকার যেখানে ভূমিহীনদের আশ্রয় দিচ্ছে, ভূমিহীনদের প্রকল্প দিচ্ছে; সেখানে আমি চাইলেও কি আপনাদের তুলে দিতে পারব? জিমখানা বস্তিতে যেখানে পার্ক করেছি, সেখানে আলাদা একটি ব্যাপার ছিল। ওই জায়গাটা পার্কেরই ছিল। ওইখানে যারা ছিলেন, তারা সবাই ভাড়া থাকতেন। সেখানে শক্তিশালী কিছু মাসলম্যান (পেশিশক্তি দেখায় যারা) জমি ভাড়া নিত। সেই ব্যাপারটি আলাদা। আপনারা এ ধরনের কথায় কান দেবেন না। আপনাদের র‌্যালিবাগানের জায়গাটা নিয়ে মামলা আছে। তাতে জিতলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এখানে বিল্ডিং করে দিতে চেষ্টা করব। ইতোমধ্যে আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় এমন বহুতল বিল্ডিং করে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদের তুলেই দেব, তা হলে এই বিল্ডিংগুলো কেন করছি? সব জায়গায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা প্রচার করছে। আমাকে দীর্ঘ ১৮ বছর আপনারা দেখেছেন। ভবিষ্যতেও দেখবেন। আর আপনাদের এখানে যে কাউন্সিলর আছেন, তিনি তো বাসদ করেন। আমি যদি বলিও, তবে তিনি তো আমার বিরুদ্ধেই কর্মসূচি দেবেন। তাই গুজবে কান দেবেন না। এমন কিছু হবে না। আপনারা সবসময় আমার বাবার পাশে ছিলেন। আশা করব আমার পাশেও থাকবেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877