মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
মায়ের শরীর নিয়ে ব্যস্ত থাকতে পারেন। আজ সারা দিন পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমে জট খুলে যেতে পারে। রহস্যবিদ্যার বিষয়ে চিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজ নিয়ে আলোচনা।
আজ অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণের সম্ভাবনা আছে।
আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। কোনও কারণে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে বিষণ্ণতা আসবে। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে।
প্রিয়জনের কোনও কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে। সমাজের কোনও কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি । ভুল কথার জন্য বিবাদ।
বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সময়টা খুব ভাল। মহিলাদের জন্য চাকরির শুভ সময়।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
আজ ভাল কোনও চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ।
বুদ্ধির ভুলে কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয় জনের থেকে কষ্ট বাড়তে পারে। অফিসে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনায় খরচ বাড়বে।
নানা ধরনের শারীরিক অসুস্থতা। অনেক দিনের পড়ে থাকা কোনও অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। নতুন গৃহ নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে।
অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভক্তিমূলক কাজে মনোনিবেশ ও শান্তি। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসবে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাধতে পারে।
পুরনো সম্পর্ক নতুন রূপ নিতে পারেন। বন্ধুদের সূত্রে সুযোগ আসতে পারে নানান বিষয়ে। পারিবারিক সম্পর্ক উন্নত হবে। কর্মে এগিয়ে নিয়ে যান নিজেকে।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। কর্মচারীকে নিয়ে নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখের হলেও ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তির আশঙ্কা।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
বেড়াতে গিয়ে অপদস্ত হওয়ার আশঙ্কা আছে। উচ্চপদস্থ ব্যক্তির জন্য পড়ে থাকা কাজ উদ্ধার হবে। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে।