রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন

পিসিআর টেস্টে ওমিক্রন শনাক্ত হচ্ছে : ডব্লিওএইচও

পিসিআর টেস্টে ওমিক্রন শনাক্ত হচ্ছে : ডব্লিওএইচও

dailynayadiganta.com, bd news paper

স্বদেশ ডেস্ক:

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ পিসিআর টেস্টে শনাক্ত হচ্ছে। অন্য টেস্টের ওপর এর প্রভাব নিয়েও গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) রোববার এ কথা জানায়।

নতুন ধরন নিয়ে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে সংস্থাটি আরো বলছে, ব্যাপকভাবে ব্যবহৃত পিসিআর টেস্টে অব্যাহতভাবে ওমিক্রন শনাক্তের কাজ চলছে, যা আমরা অন্য ধরনের ক্ষেত্রেও দেখেছি। এখন অন্য টেস্টের ওপর এর কী ধরনের প্রভাব রয়েছে তা গবেষণা করে দেখা হচ্ছে।

এদিকে সংস্থাটি শুক্রবার দক্ষিণ আফ্রিকায় চলতি মাসের প্রথমদিকে শনাক্ত ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ ধরন হিসেবে বর্ণনা করেছে।

ডব্লিওএইচও তার সর্বশেষ তথ্যে বলেছে, ব্যক্তি থেকে ব্যক্তিতে এটি দ্রুত ছড়াতে পারে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া করোনার অন্য ধরনের উপসর্গের সাথে এর ভিন্নতা রয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে করোনা মোকাবেলায় বিদ্যমান পদক্ষেপগুলোই যথেষ্ট কিনা তা নিয়েও গবেষণা চলছে বলে সংস্থাটি জানিয়েছে।

নতুন ধরন সম্পর্কে সার্বিকভাবে সবকিছু জানতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে বলেও ডব্লিওএইচও উল্লেখ করেছে।

ওমিক্রন সম্পর্কে জানতে বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক গবেষকের সাথে ডব্লিওএইচও কাজ করে যাচ্ছে এবং আগামী কয়েক দিন ও সপ্তাহে আরো তথ্য জানা যাবে বলে সংস্থাটি জানিয়েছে।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877