রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ১৭ হাজার ছাড়ালো

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ১৭ হাজার ছাড়ালো

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো চার হাজার ২৩৩ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৪৯৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৬৭১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১৭ হাজার দুইজনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৪৪৬ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৭৪৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৮ হাজার ৫৭৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৮০ হাজার ৯০৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৩১৪ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877