বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিমানবন্দরে হেনস্থার শিকার ওয়াসিম আকরাম!

বিমানবন্দরে হেনস্থার শিকার ওয়াসিম আকরাম!

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে চরম হেনস্থার শিকার হয়েছেন পাকিস্তানি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইনসুলিন সঙ্গে রাখায় বিমানবন্দরের কর্মীরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ সাবেক পাক তারকার। গতকাল মঙ্গলবার এই টুইটে নিজেই এ তথ্য জানিয়েছেন ওয়াসিম আকরাম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে ধারাভাষ্য দিতেই ব্রিটেনে ছিলেন ওয়াসিম আকরাম। সেখান থেকে গতকাল ফেরার পথে ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এর পর টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দেন ওয়াসিম আকরাম।

টুইট বার্তায় সাবেক পাক তারকা লিখেছেন, ‘ম্যাঞ্চেস্টারে বিমানবন্দরের কর্মীরা খুব খারাপ ব্যবহার করলেন। ডায়াবেটিক রোগী বলে আমাকে সব জায়গায় ইনসুলিন নিয়ে যেতে হয়। কিন্তু এভাবে কখনো অপমানিত হতে হয়নি। ম্যাঞ্চেস্টারে বিমানবন্দরের কর্মীরা প্রকাশ্যে ওষুধের বাক্স থেকে ইনসুলিন বের করে প্লাস্টিক ব্যাগে ঢোকাতে আমায় বাধ্য করেছেন …’

তিনি আরও লিখেছেন, ‌‘আমি বিশ্বাস করি না, আমার সঙ্গে অন্যদের চেয়ে আলাদা আচরণ করা উচিত। আমি শুধু বিশ্বাস করি যে সব মানুষের সঙ্গে আচরণ করার সময় যত্নবান হওয়া উচিত। আমি সঠিক নিরাপত্তা সতর্কতা বুঝতে পারছি, কিন্তু এর অর্থ এই নয় যে, দায়িত্ব পালনের সময় মানুষকে অপমান করা উচিত।’

সাবেক বামহাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট খেলে উইকেট নেন ৪১৪টি। তিনি ৩৫৬টি ওয়ানডে খেলেছেন এবং মোট ৫০২টি উইকেট শিকার করেছেন। ২০১‌৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অংশ নিয়েছিলেন ৫৩ বছর বয়সী আকরাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877