মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

নয়নতারা ও ধানুশের দ্বন্দ চরমে

নয়নতারা ও ধানুশের দ্বন্দ চরমে

স্বদেশ ডেস্ক:

দুজনই দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা। তারা হলেন নয়নতারা ও ধানুশ। দুজনের ছবি মুক্তি মানে দর্শকদের মনে তোলপাড়। এদেশেও রয়েছে তাদের অসংখ্য ভক্ত।

তবে দুজনেরই শক্ত অবস্থান রয়েছে সিনেমাপাড়ায়। সম্প্রতি অভিনেত্রীর ৩ সেকেন্ডের ভিডিও নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়। আর তা নিয়েই নয়নতারার সঙ্গে ধানুশের দ্বন্দ্ব চরমে। একদিকে অভিনেত্রীকে ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠিয়েছেন ধানুশ।
অন্যদিকে বলিউডে আর কাজ করবেন না বলে জানিয়েছেন নয়নতারা। দুই তারকার এমন দ্বন্দ্বে হতাশ তাদের ভক্তরা।ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, নয়নতারার জীবনের কিছু মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। আগামী ১৮ একটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

২০১৫ সালে মুক্তি পায় নয়নতারা অভিনীত তামিল সিনেমা ‘নানুম রাউডি ধান’। নিজের তথ্যচিত্রে যুক্ত করতে সেখান থেকে ৩ সেকেন্ডের একটি দৃশ্য সিনেমার প্রযোজক ধানুশের কাছে ধার চেয়েছিলেন নয়নতারা।

কিন্তু বিষয়টি নিয়ে অভিনেত্রীর সঙ্গে কোনো রকম সৌজন্য দেখাননি ধানুশ। এমনকি পরিষ্কার করে কিছু না বলার পাশাপাশি দিনের পর দিন এড়িয়ে গেছেন নয়নতারাকে। এবার হুট করেই ১০ কোটির আইনি নোটিশ পাঠালেন তাকে।

যাতে ভীষণ বিরক্ত নয়নতারা। অভিনেতার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন এই নায়িকা। 

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ধানুশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। অভিনেত্রীর ভাষ্য, ‘এটা অত্যন্ত খারাপ আর আপনার চরিত্র কেমন সেটা ফাঁস করে দেয়। যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন যদি তার অর্ধেকও আপনার মধ্যে থাকত। কিন্তু স্পষ্টতই, যা বলেন তা নিজে অনুশীলন করেন না। অন্তত আমার আর আমার সঙ্গীর সঙ্গে তো না।’

ধানুশকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘কিছু মানুষ অন্যকে ছোট দেখাতে পারলে আনন্দ পায়। ধানুশও ঠিক এমন মানুষদেরই একজন। এর আগেও নাকি নায়িকার সাফল্য সহ্য করতে পারেননি তিনি। যদিও নয়নতারা চান ধানুশ যেন তার তথ্যচিত্রটি দেখেন। সেই সঙ্গে ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে ওঠেন তিনি।

এখন পর্যন্ত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধানুশের। তবে নয়নতারার পাশে দাঁড়িয়েছেন শ্রুতি হাসান, নাজরিয়া, পার্বতী, ঐশ্বর্য রাজেশের মতো দক্ষিণী অভিনেত্রীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877