শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অত্যাবশ্যকীয় সংস্কার করেই নির্বাচন আয়োজন করব : ড. ইউনূস

অত্যাবশ্যকীয় সংস্কার করেই নির্বাচন আয়োজন করব : ড. ইউনূস

স্বদেশ ডেস্ক:

দায়িত্ব নেয়ার ১০০তম দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানিয়েছেন, বর্তমান সরকার শুধু জুলাই অগাস্ট না, গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করবে সরকার।

ভাষণে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য, এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না।’

একই সাথে রাষ্ট্র সংস্কারের সংস্কার কমিশনের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

দেশের মানুষের কাছ থেকে সংস্কারের নানা প্রস্তাবনাও আহ্বান করেন।

গত ১০০ দিনে দেশের সংকটময় পরিস্থিতির কথা তুলে ধরে এই সময়ে অন্তবর্তী সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

বিগত শেখ হাসিনা সরকারের শাসন আমলের সময়ের গুম খুনের ঘটনার বিষয়গুলো উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

এ সময় তিনি জানান, বিগত সরকারের সময় ১ হাজার ৬০০ গুমের তথ্য পেয়েছে গুম বিষয়ক কমিশন। তাদের ধারণা এই সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়ে যাবে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘কমিশনের কাছে গুমের অভিযোগ করতে অনেকে ভয় পাচ্ছেন এই ভেবে যে, অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান।’

তিনি বলেন, কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করবো।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই গুম খুনে যারা অভিযুক্ত তারা যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি জানান, কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছে সরকার।

এই ভাষণে গত ১০০ দিনে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877