রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

বিসিবিতে এসে মনোনয়ন তুললেন পাপন

বিসিবিতে এসে মনোনয়ন তুললেন পাপন

স্বদেশ ডেস্ক:

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন নিলেন নাজমুল হাসান পাপন। আজ শনিবার দুপুরে ২টার দিকে বিসিবিতে এসে মনোনয়নপত্র তোলেন তিনি। বিষয়টি দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবির ওমেন্স উইং পরিচালক বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ।

প্রতিবছর প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নিলেও এবার এককভাবে নির্বাচন করতে চান নাজমুল হাসান। বোর্ড পরিচালক পদে নির্বাচিত হয়ে পরবর্তীতে প্রেসিডেন্ট হতে পারেন তিনি। যদিও বার বারই জানিয়েছেন নতুন কেউ আসতে চাইলে এই পদে বসবেন না তিনি। নতুনদের সুযোগ দিতেই পরিচালক হতে চান।

২০১২ সালে সরকারের মনোনীত প্রতিনিধি হিসেবে বিসিবির প্রেসিডেন্ট হন তিনি। পরের বছর নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হিসেবে চার বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১৭ তে দ্বিতীয় মেয়াদে এসে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। তার সময়কালে ক্রিকেটে সাফল্য এসেছে বেশ। পরিবর্তন হয়েছে অনেক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877