সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

দল আসার আগেই ঢাকায় দুই কিউই ক্রিকেটার

দল আসার আগেই ঢাকায় দুই কিউই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ২৪ তারিখ তাদের ঢাকা সফরে আসার কথা থাকলেও তার চার দিন আগেই চলে এসেছে দুই কিউই ক্রিকেটার। ইংল্যান্ডে অনুষ্ঠিত ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে খেলে সরাসরি ঢাকায় এসেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনার ফিন অ্যালেন।

আজ শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান দুজন। বর্তমানে তারা দুজনই টিম হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন। দ্য হানড্রেড টুর্নামেন্টে গ্র্যান্ডহোম খেলেছিলেন সাউদার্ন ব্রেভ দলের হয়ে। ৫ ইনিংসে ১৬ রান করা এই অলরাউন্ডার ষষ্ঠ ম্যাচে করেন ৪০ রান। চার ইনিংসে বল করলেও একটি উইকেটও পাননি তিনি।

অন্যদিকে, তার সতীর্থ ওপেনার ফিন অ্যালেন বার্মিংহাম ফোনিক্সের হয়ে ৮ ইনিংসে ১৬৫ রান করেন, তার গড় ২০.৬২। স্ট্রাইক রেট ছিল ১৫০।

নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877