স্বদেশ ডেস্ক:
আফগান পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতকাল মঙ্গলবার তারা আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানভিত্তিক গণমাধ্যন ডন।
ডনের খবরে বলা হয়, ইমরান খান পাকিস্তান ও এই অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানের উপর সর্বাধিক গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, নিরাপত্তার পাশাপাশি সব আফগানকে অধিকারের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতা এগিয়ে যাওয়ার সেরা উপায়। তিনি বলেন, পাকিস্তান সব আফগান নেতাদের কাছে পৌঁছাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও নিযুক্ত থাকতে হবে, বিশেষ করে আফগানিস্তানের জনগণকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে। জনসন ও মেরকেল আফগানিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতির ব্যাপারে ইমরান খানের সঙ্গে সম্মত হয়েছেন বলেও ডনের খবরে জানানো হয়েছে।