স্বদেশ রিপোর্ট: নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত।এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক বাংলাদেশির বসবাস।এই প্রবাসী বাংলাদেশিদের সাংবাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’, যার জন্য প্রবাসী বাংলাদেশিরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে। আটলান্টিক সিটিতে চলতি বছরের শেষ ‘বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ আগস্ট, ২০২১, মংগলবার।ঐদিন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে আটলান্টিক সিটির সার্ফ স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে বিকেল চারটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম। বাংলাদেশ মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাজী আব্দুল কাদের মিয়া । ‘বাংলাদেশ মেলা’য় সংগীত পরিবেশন করবেন সায়েরা রেজা, শান্তনীল, শশী ও সুমন। বাংলাদেশ মেলায় থাকবে রকমারী স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার।এছাড়া বিভিন্ন গ্রেডে কৃতী ছাএ-ছাএীদের বাংলাদেশ মেলায় পুরস্কৃত করা হবে। মেলায় আরো থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র।বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক মো: সোহেল আহমদ প্রবাসী বাংলাদেশিদেরকে ‘বাংলাদেশ মেলা’য় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।