মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
সকালের দিকে রক্তপাতের আশঙ্কা আছে। আজ ব্যবসায় শুভ খবর পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে ক্লান্তি আসবে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।
আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি কেনাবেচায় প্রচুর লাভ হওয়ায় আনন্দ। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে।
আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে অশান্তির যোগ রয়েছে। শত্রু পক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়।
আজ সকাল থেকে ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা আছে। প্রবাসী কারও বাড়িতে আসার খবর পেয়ে আনন্দ। আজ বিপদে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে।
আজ কোনও রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হওয়ায় চিন্তা। প্রাথমিক স্তরের পড়াশোনার জন্য সময়টা খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা ভাল।
ধর্ম সংক্রান্ত আলোচনায় শান্তি পেতে পারেন। আজ অযথা ব্যয় হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। বিদ্যার্থীরা শুভ ফল পাবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে।
রাস্তাঘাটে খোলা খাবার যেমন ফুচকা বা কাটা ফল এড়িয়ে চলুন। কারণ পেটের সমস্যায় আজ আপনি ভুগতে পারেন। রাস্তাঘাটে যানবাহন আজ আস্তে চালান। ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ আজ না করাই ভালো। বন্ধু মহলে সুখ্যাতি বাড়বে।
প্রেমে আজ হতাশা। জ্যোতিষী, হোটেল ব্যবসায়ী এবং রত্ন ব্যবসায়ীদের আজ কিছু বেশি লাভ হতে পারে। ফ্যাটি লিভার আর হার্নিয়া জাতীয় রোগের থেকে সাবধানে থাকুন। সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের জন্য শুভ সময়।
শত্রুরা আজ আপনার কাছে পরাজিত হবে। রাজনৈতিক নেতাদের শুভ দিন। কোনও জনসমাবেশ চিত্তাকর্ষক বক্তি বা জনতার হাততালি পাবেন। বন্ধুমহলে এবং বাড়িতে আজ আপনি প্রশংসা পাবেন।
ব্যবসায় সততা বজায় রাখুন। মনে রাখবেন সততার মাধ্যমেই আপনি এত দূরে পৌঁছেছেন। স্বামী স্ত্রীর ছোট ক্যান্ডেলাইট ডিনারের সম্ভাবনা। ছাত্র-ছাত্রীর আলসেমির জন্য ক্ষতি।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
কোনও ধর্মীয় স্থান দর্শন, ধর্মীয় কার্য বা শুভকার্যে অর্থ দান। কোনও ব্যক্তিকে অর্থ দানে মানসিক তৃপ্তি। স্বামী-স্ত্রী সহমত হয়ে কাজ করুন তবেই পারিবারিক শান্তি বজায় থাকবে। খুব মন দিয়ে পরিশ্রম করলে আপনার সাফল্য অবশ্যই আসবে।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
স্বামী স্ত্রীর সদ্ভাব বৃদ্ধি। অকাল প্রেমে মন তোলপাড় হবে। কোনও আত্মীয় আজ ফোন করে আপনার শরীরের খোঁজ নেবেন। ছাত্র-ছাত্রীর শুভ দিন। সুগার রোগীরা সাবধানে থাকুন।