রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

দেশে পৌঁছেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স

দেশে পৌঁছেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স

স্বদেশ ডেস্ক:

করোনা মোকাবিলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রথম চালান দেশে পৌঁছেছে। আজ শনিবার ভারতের পেট্রাপোল থেকে প্রথম চালানের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছায়।

বেনাপোল বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরের সময় করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। সেই উপহারের প্রথম চালান শনিবার দেশে পৌঁছেছে।

জানা যায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মোকাবিলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে ওই সময় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী।

উপহারে প্রথম চালান শনিবার দেশে পৌঁছালেও বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানা গেছে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে রয়েছে ভেন্টিলেশন সুবিধা।

বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ‘ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে শনিবার বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স এসেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এনট্রি করেছে। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নেওয়ার জন্য কাজ করছেন তারা।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877