স্বদেশ ডেস্ক:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে তিনজন করোনায় ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
করোনায় যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহের তারাকান্দার বালু সিংহ (৬০), নেত্রকোনা সদরের ফারজানা (৪৫) ও পূরবধলার আব্দুল কাদের (৭০)।
এ ছাড়া উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের শরফুন্নাহার (৬৫), রতন মিয়া (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা (৫৪), শেরপুর সদরের হালিমা (৬৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০) ও জামালপুরের বক্সিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৯৭ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১৭ হাজার ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৪১০ জন।