সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

স্বদেশ ডেস্ক;

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক নুর (৪৫) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় র‌্যাবের দুই সদস্য আহত হন। তারা হলেন সিপিএ মোঃ ইয়াছিন (২৮), কনস্টেবল মোঃ মাহফুজুল আলম (৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে।

র‌্যাব জানায়, ভোরে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি টিম ডাকাত নুরুল হকের আস্তানায় অভিযানে গেলে তাদের অবস্থান টের পেয়ে ডাকাত গ্রুপের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877