স্বদেশ ডেস্ক:
সাভারে সিঙ্গার ইলেকট্রনিক্স এর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক ছয়টার দিকে ফুলবাড়ি এলাকায় ওই প্রতিষ্ঠানটির গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে গোডাউনে কোথা থেকে এবং কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। খবর পেয়ে প্রথমে সাভার এবং পরে ধামরাই ও ডিইপিজেডের পাঁচটি ইউনিট এসে অগ্নি নির্বাপনের কাজে যোগ দেয়।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।