সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

‘কমপ্লিট শাটডাউন’ চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

‘কমপ্লিট শাটডাউন’ চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

স্বদেশ ডেস্ক:

দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনসহ ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার অধিক সময় ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। এরই ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে, মূল ফটকসহ বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে শাটডাউন ঘোষণা করেছে।

আজ সোমবার সকাল থেকেই এই গণঅনশনের পাশাপাশি এই শাটডাউন কর্মসূচি চলছে বলে জানান শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বিষয়ে পোস্ট ও করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সিএসই বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আইআর বিভাগ, ফার্মেসি বিভাগ, গণিত বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ  মূল ফটকে তালা ঝুলানোসহ বিভিন্ন অনুষদের গেটেও তালা ঝুলছে।

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করতেই এমন কর্মসূচি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করেছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও তাদের নিজ নিজ কাজে ফিরতে পারছে না অপেক্ষা করছে গেটের বাইরে।

শিক্ষার্থীরা জানান, আমার ভাইয়েরা মরে যাবে আর আমরা বসে থাকবো তা হয় না।।সকল ক্লাস পরীক্ষা  বর্জন করে আমরা শাটডাউন ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া অবধি কোনো ক্লাস পরীক্ষা হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877