রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

টি২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশ যে গ্রুপে

টি২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশ যে গ্রুপে

স্পোর্টস ডেস্ক:

আসন্ন টি-২০ বিশ্বকাপের গ্রুপ বিভাগ জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সুপার-১২-এ একই গ্রুপে জায়গা পেয়েছে ভারত ও পাকিস্তান। সুতরাং গ্রুপ লিগেই সম্মুখসমরে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ।

শুধু পাকিস্তানের বিরুদ্ধেই নয়, সুপার-১২-এ ভারতকে লড়াই চালাতে হবে আরো এক প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধেও। কেননা ভারতের সাথে রশিদ খানরাও রয়েছেন একই গ্রুপে।

২০২১-এর ২০ মার্চের আইসিসি ব়্যাঙ্কিং অনুয়ায়ী এই গ্রুপ ভাগ করা হয়েছে। প্রথম রাউন্ডের ৮টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপে শ্রীলঙ্কার সাথে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নমিবিয়া। বি-গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।

প্রথম রাউন্ডের দু’টি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার টুয়েলভে জায়গা করে নেবে।

সুপার-১২-এর দলগুলোকে আবার দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-১-এ রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের সাথে গ্রুপে লড়াই চালাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া প্রথম রাউন্ডের দু’টি দল যোগ দেবে তাদের সাথে।

গ্রুপ-২-এ রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। বাকি দু’টি দল যোগ্যতা অর্জন করবে প্রথম রাউন্ড থেকে। বাংলাদেশ যদি প্রথম রাউন্ডে গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সুপার ১২-এ। সেক্ষেত্রে কার্যত মিনি এশিয়া কাপ দেখা যেতে পারে টি-২০ বিশ্বকাপের আসরেই।

রাউন্ড-১
গ্রুপ-এ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নমিবিয়া।

গ্রুপ-বি : বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান।

সুপার-১২
গ্রুপ-১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ-এ’র চ্যাম্পিয়ন, গ্রুপ-বি’র রানার্স।

গ্রুপ-২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-এ’র রানার্স, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877