স্বদেশ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে আপন ছোট ভাই ও ভাতিজার হাতে খুন হলো বড় ভাই। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার জামির্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী বাসষ্ট্যান্ডে প্রকাশ্যে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রহিম (৫৫)। হত্যাকারী নিহতের ছোট ভাই মজিবুর রহমান ও তার ছেলে সালাউদ্দিন পলাতক রয়েছে। এ ঘটনায় মজিবুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ। সিংগাইর থানার এসআই জানান, আবদুর রহিমের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তার ছোট ভাই মুজিবুর রহমানের বিরোধ চলছিল। এ নিয়ে গত ১৪ জুলাই সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই মজিবুর রহমান ও তার ছেলে সালাউদ্দিন আবদুর রহিমকে লোহার রড দিয়ে মারধর করে।
পরে গুরুতর আহত অবস্থায় আবদুর রহিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে তিনি মারা যান। নিহত আবদুর রহিমের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।