রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

সঙ্গীর ব্যক্তিত্ব জানিয়ে দেবে হাত ধরার ভঙ্গি

সঙ্গীর ব্যক্তিত্ব জানিয়ে দেবে হাত ধরার ভঙ্গি

স্বদেশ ডেস্ক:

পছন্দের মানুষের হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার নামই ভালোবাসা। সত্যিকারের ভালোবাসায় মোহ থাকে না। থাকে বিশ্বাস— একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। সঙ্গী কাছে এসে হৃদয়ে অন্যরকম অনুভূতি সৃষ্টি হওয়া, তাকে ছুঁতে চাওয়া এসবই ভালোবাসার বহিঃপ্রকাশ।

প্রতিটি ভালোবাসার সম্পর্কেই হাত ধরার বিষয়টি অনেকটাই সাধারণ বিষয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, ভালোবাসার মানুষের হাত ধরার ভঙ্গিতেই বোঝা যেতে পারে সঙ্গীর ব্যক্তিত্ব। যেমন—

১. প্রত্যেকটি আঙুলেই স্পর্শ
ভালোবাসার মানুষটি যদি আপনার হাতের প্রত্যেকটি আঙুল স্পর্শ করে শক্ত করে হাত ধরে রাখে, তা হলে বুঝতে হবে— আপনার সঙ্গীর সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা অনেক বেশি এবং তিনি দৃঢ়চেতাও।

২. আঙুল শক্ত করে ধরে রাখা
সঙ্গীর হাত ধরে হাঁটার সময় যদি সঙ্গী আপনার আঙুল শক্ত হাতে চেপে ধরে, তা হলে বুঝতে হবে আপনাদের সম্পর্কের গভীরতা অনেক বেশি। দুজনের বোঝাপড়া ভালো সেটিও প্রকাশ পায় এই ভঙ্গিতে।

৩. কনিষ্ঠ আঙুল ধরে হাঁটা
সঙ্গী যদি আপনার হাতের কনিষ্ঠ আঙুল ধরে হাঁটতে পছন্দ করে, তা হলে বুঝতে হবে তিনি সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকলেও যথেষ্ট স্বাধীন থাকতে পছন্দ করেন। এতে সঙ্গীকে সম্মান, বিশ্বাস করার পাশাপাশি এটিও বোঝায় যে ব্যক্তিগত গণ্ডি থাকাটিও জরুরি।

৪. আঙুলের পাশাপাশি কবজিও ধরা
প্রিয় মানুষটি যদি আপনার আঙুল ধরার পাশাপাশি হাতের কবজিও অন্য হাত দিয়ে জাপটে ধরে হাঁটে, তা হলে বোঝায় ভালোবাসার মানুষের বিষয় আপনার সঙ্গী বেশ স্পর্শকাতর। ফলে কেউ আপনার দিকে অন্যভাবে তাকালে সঙ্গী সেটি ভালোভাবে না নেওয়ার সম্ভাবনাই বেশি।

৫. শুধু আঙুল স্পর্শ
সঙ্গী যদি শুধু আপনার আঙুল স্পর্শ করে হাঁটে, তা হলে সেটি কিন্তু ভালো লক্ষণ নয়। বিশেষজ্ঞরা বলেন, এমনভাবে হাত ধরে হাঁটার অর্থ হচ্ছে— সম্পর্কের প্রতি তেমন গুরুত্ব না দেওয়া।

৬. হাত না ধরা
ভালোবাসার সম্পর্কে থেকেও অনেকেই হাত না ধরে হাঁটায় অভ্যস্ত থাকেন। এমন হলে বোঝা যে, সঙ্গী লাজুক প্রকৃতির। তবে কখনও এমনও হতে পারে যে, সঙ্গী সম্পর্কের ব্যাপারে সিরিয়াস নন; সে জন্যই হাত ধরেন না। এমন হলে সঙ্গীর অনেক ব্যবহারে সেটি বোঝা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877