স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে দুই সফরের দলে নেই ডেভিড ওয়ার্নার,প্যাট কামিন্স এবং গ্লেন ম্যাক্সওয়েলসহ নিয়মিতদের মধ্যে ৬ ক্রিকেটার। বিশ্রাম নিতে এই দুই সফর থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন তারা। ইনজুরি থাকায় বাদ পড়েছেন স্টিভেন স্মিথ।
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়েস আগার। অন্যদিকে ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন ড্যান ক্রিস্টিয়ান। তার সঙ্গে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন বেন ম্যাকডারমটও।
আগামী ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দেশ ছাড়বে অস্ট্রেলিয়ানরা। সেখানে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। এরপর তারা বাংলাদেশে আসবে। বাংলাদেশ সফরেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে তারা।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলউড, ময়জেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাক ডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, এবং অ্যাডাম জাম্পা।