স্বদেশ ডেস্ক:
হরতালের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রোববার দুপুরে রাজধানীর খিলগাঁওতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হেফাজতের সহপ্রচার সম্পাদক আতাউল্লাহ আমিনী। তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনে হরতালসহ সার্বিক বিষয়ে হেফাজতের বক্তব্য তুলে ধরা হবে। আর কিছুক্ষণ পরে বায়তুল মোকাররমে আমাদের কর্মসূচি আছে।’
এর আগে গত শুক্রবার হেফাজতের দেওয়া ঘোষণা অনুযায়ী হেফাজতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এখন পর্যন্ত হরতালকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারাদেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে হরতাল ডাকে হেফাজত। গতকাল শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। এদিকে হেফাজতের হারতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও তা যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।