সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

করোনায় আক্রান্ত শচীন

করোনায় আক্রান্ত শচীন

স্বদেশ ডেস্ক;

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শনিবার সকালে টুইটারে নিজেই জানিয়েছেন এই ব্যাটিং কিংবদন্তি। কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃদু উপসর্গ রয়েছে শচীনের। ৪৭ বছর বয়সী সাবেক ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, বাড়িতে আইসোলেশনে রয়েছেন। পরিবারের অন্য সদস্যরা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন বলেও জানিয়েছেন শচীন।

টুইট বার্তায় শচীন লেখেন, নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সাবধানে থাকুন।

৪৭ বছরের মাস্টার ব্লাস্টার ২৪ এপ্রিল ৪৮ বছরে পা রাখতে চলেছেন। ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক ঘটে শচীনের। ১০০টি শতরানের মালিক ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877