শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স মেসেজের ঝুঁকি

হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স মেসেজের ঝুঁকি

স্বদেশ ডেস্ক:

মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা যেমন আছে, তেমনি দিন দিন নিত্যনতুন ফিচারও যুক্ত হচ্ছে। এর পাশাপাশি নানা রকম ঝুঁকিও তৈরি হচ্ছে মেটার এই অ্যাপে। যেমনÑ ‘ভিউ ওয়ান্স’ ফিচার। ছবি, ভিডিও, ভয়েস মেসেজ পাঠানোর অত্যন্ত পছন্দের এক অপশন। অথচ সেই অপশনই ডেকে আনতে পারে বিপদ।

জানা যাচ্ছে, ওই ফিচারেই ‘ঝুঁকি’ দেখছেন বিশেষজ্ঞরা। কেননা একবার দেখার পর মেসেজটি মুছে যাওয়ার পরও তা দেখে ফেলার সুযোগ রয়েছে। তবে এই ‘লুপহোল’ অবশ্য কেবল আইফোনেই রয়েছে। জেনে নিন কীভাবে ভিউ ওয়ান্স মেসেজ মুছে যাওয়ার পরও সেটা দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংসে যেতে হবে। সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটায় যাবেন। তারপর ম্যানেজ স্টোরেজ। এরপর স্ক্রোল ডাউন করে সেই কনট্যাক্টসে যান, যাকে আপনি ভিউ ওয়ান্স বার্তাটি পাঠিয়েছেন। সেই নামে ট্যাপ করে বেছে নিন সর্ট বাই। তারপর বেছে নিন নিউয়েস্ট ফার্স্ট। এখান থেকে ভিউ ওয়ান্স দৃশ্যমান হলে সেটিকে আবার অ্যাক্সেস করতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877