শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন ৪১ জেলার মুসল্লি

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন ৪১ জেলার মুসল্লি

স্বদেশ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে আগামী শুক্রবার শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এবারের প্রথম পর্যায়ে শুরায়ে নিজামের অধীনে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪১ জেলার মুসল্লি এবং দ্বিতীয় ধাপে ২২ জেলার মুসল্লি অংশ নেবেন।

প্রথম ও দ্বিতীয় পর্ব শেষ হওয়ার আট দিন পর অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা।

এ প্রসঙ্গে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ধাপ জানুয়ারি ৩১ ও ১, ২ ফেব্রুয়ারি আর দ্বিতীয় ধাপ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে অংশগ্রহণ করবেন গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বি.বাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলার মুসল্লিরা।

দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করছেন যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, বান্দরবান জেলার মুসল্লিরা। তবে, এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877