রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

টিকায় এখন পর্যন্ত ৪২৬ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

টিকায় এখন পর্যন্ত ৪২৬ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

স্বদেশ ডেস্ক:

দেশে এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন আর নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন- জ্বর, টিকা নেওয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি) দেখা গেছে ৪২৬ জনের মধ্যে। গতকাল রবিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। এদের মধ্যে মাত্র ৩২ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন- জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

এর আগের দিন শনিবার ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৪৩ জন পুরুষ আর নারী ৬৭ হাজার ৩২৮ জন। শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী টিকা কার্যক্রম বন্ধ ছিল। বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪০ জন। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ১৫২ জন পুরুষ, ৬৪ হাজার ৩৮৮ জন নারী।

বুধবার সারাদেশে করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাাজর ৭৬০ জন। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৭০ জনের মধ্যে। মঙ্গলবার ১ লাখ ১ হাজার ৮২ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৬৮ জন আর নারী ২৬ হাজার ৪৯৬ জন।

সোমবার সারাদেশে টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। এর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৪৩ জন। আর নারী ১০ হাজার ৬৬৬ জন। রবিবার টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন। নারী ৭ হাজার ৩০৩ জন।

এর আগে ২৭ ও ২৮ তারিখ দেশে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরুর পর ওই দুই দিন টিকা নিয়েছিলেন ৫৬৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877