স্বদেশ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া নয়াবাজার এলাকার একটি মেস থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম তাওহীদুল আলম প্রত্যয় (২২)। তিনি শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুরে। সোমবার রাত ৯টার দিকে নয়াবাজার স্বপ্নীল সুপার মার্কেটের দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা খান। তিনি বলেন, ‘৯৯৯ এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।