শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

মাদ্রাসাছাত্রীকে ‘অপহরণের পর ধর্ষণ’, প্রেমিক গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রীকে ‘অপহরণের পর ধর্ষণ’, প্রেমিক গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক; সিলেটের বিশ্বনাথে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৬) অপহরণ করে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মো. আমিন (২২) নামের তার প্রেমিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের ইকবাল মিয়ার ছেলে।

গতকাল বুধবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়ি থেকে মো. আমিনকে গ্রেপ্তার ও অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। এর আগে রাত ১২টায় আমিনের বিরুদ্ধে অপরহণ ও ধর্ষণের অভিযোগে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন মাদ্রাসাছাত্রীর বাবা।

মামলার এজাহারে মাদ্রাসাছাত্রীর বাবা উল্লেখ করেন, ‘মাদ্রাসায় যাওয়া আসার পথে মো. আমিন আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি সে আমাদেরকে জানায়। আমরা মেয়েকে সতর্ক করে দেওয়ার পরও একপর্যায়ে তার সাথে আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আমার মেয়ে গোয়াল ঘরে তালা দিতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আমিন একটি সিএনজিচালিত অটোরিকশা করে তাকে অপরহণ করে নিয়ে যায়। মেয়েকে খুঁজতে গিয়ে জানতে পারি, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করছে আমিন।’

প্রেমিক আমিনকে গ্রেপ্তার ও অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে আসামিকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877