শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

চেলসি কোচ ল্যাম্পার্ড বরখাস্ত

চেলসি কোচ ল্যাম্পার্ড বরখাস্ত

স্পোর্টস ডেস্ক: ইংলিশ ক্লাব চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলে নতুন কোচ হয়েছেন থমাস টাচেল।

চেলসির সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না। ইপিএলে ১৯ ম্যাচে ৮ জয়ে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। চেলসির অবস্থান টেবিলের ৯ম স্থানে। এফএ কাপে সোমবার লুটন টাউনের বিপক্ষে ৩-১ গোলে জিতলেও, এর আগে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জয়হীন চেলসি।

গ্রীষ্মকালীন দল-বদলের প্রায় ৩০ কোটি ইউরো দিয়ে খেলোয়াড় কিনলেও, দলের মাঠের পারফরম্যান্সে আসছে না কোনো উন্নতি। তাই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় চেলসি কর্তৃপক্ষ। যে কারণে ল্যাম্পার্ডকে বরখাস্ত করে থমাস টাচেলকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্লাবটি।

২০১৯ সালের জুলাইয়ে চেলসির দায়িত্ব পান ল্যাম্পার্ড। তার অধীনে খেলা ৮৪ ম্যাচে ৪৪ জয় পেয়েছে ব্লুজ’রা। ১৮ মাস দায়িত্ব পালন শেষে বরখাস্ত হলেন চেলসি ম্যানেজার। উল্লেখ্য, চেলসির কিংবদন্তি খেলোয়াড়দের একজন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

থমাস টাচেল গত ডিসেম্বরে পিএসজির কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পান। পিএসজিতে আড়াই বছরে কোচ হিসেবে ছয়টি ট্রফি জিতেছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877